ফাইল চিত্র

বর্ধমান স্টেশন সংলগ্ন রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন নিয়ে রেল ও রাজ্যের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। আজ, মঙ্গলবার বর্ধমানে রেলওয়ে ওভারব্রিজ উদ্বোধন করার কথা রাজ্য সরকারের তরফে। উদ্বোধন করবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তারই প্রস্তুতি তুঙ্গে। সোমবার সন্ধ্যা থেকেই চরম ব্যস্ততা দেখা গেছে জেলাপ্রশাসনের তরফে।

অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছে রেলব্রিজ উদ্বোধন হবে আগামী ৩০ সেপ্টেম্বর। উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গয়াল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সরকারের প্রতিনিধিদেরও। সোমবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমের কাছে রেলের তরফে পাঠানো হয়েছে।

শেষমেশ দীর্ঘ প্রতীক্ষার পর পুজোর আগেই চালু হতে চলেছে নবনির্মিত বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ। রেল ও রাজ্য যৌথভাবে তৈরি করেছে এই ঝুলন্ত সেতু। আজ, মঙ্গলবার রেলসেতুর অ্যাপ্রোচ রোডগুলির উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধন করবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আবার রেলের তরফ থেকে জানানো হয়েছে সেতুর উদ্বোধন হবে ৩০ সেপ্টেম্বর। ফলে, আজ থেকেই যাতায়াতের জন্য সেতু খুলে দেওয়া হবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে, পুজোর আগেই সেতু পুরোপুরি চালু হয়ে যাওয়ার খবরে খুশি জেলার মানুষজন।


সোমবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের রেলসেতু পরিদর্শন

সোমবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের রেলসেতু পরিদর্শন

Like Us On Facebook