বুধবার থেকে বর্ধমান শহরে দোকান-বাজার খোলার ব্যাপারে প্রশাসন নতুন নির্দেশিকা জারি করেছে। মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক। বর্ধমান পুরসভা এলাকায় পালা করে রাস্তার এক দিকের দোকান খোলার যে নিয়ম আগে বলা হয়েছিল, বুধবার থেকে তা পাল্টে যাচ্ছে।
নতুন নির্দেশ অনুযায়ী, সপ্তাহের বৃহস্পতিবার ও রবিবার সমস্ত দোকান-বাজার বন্ধ থাকবে। অন্যান্য দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে। আগামী ৭ দিন রাস্তার ধারের চায়ের দোকান সহ অন্যান্য খাবারের দোকান বন্ধ থাকবে। ভোর ৫ টা থেকে ৮ টা পাইকারি মাংস-মাছ-সবজির দোকান খোলা এবং সকাল ৮ টা থেকে বেলা ১২ পর্যন্ত খুচরো মাংস-মাছ-সবজির দোকান খোলা থাকবে। রেস্টুরেন্ট রাত ৯ টায় বন্ধ করতে হবে। এছাড়াও ক্রেত-বিক্রেতা উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক। ‘NO MASK NO SERVICE’ কথাটি সমস্ত দোকানদারকে দোকানে লিখে রাখতে হবে।