রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠা রানিগঞ্জ ও আসানসোলের বিভিন্ন এলাকা পরিদর্শনে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত রানিগঞ্জ ও আসানসোলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলটি।

সোমবার বিকেলে আইপিএস সুমেধা দ্বিবেদীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই দলটি আসানসোলে পৌঁছায়। দলের অন্যান্য সদস্যরা হলেন বিমলজিৎ উপ্পল, রাজেন্দ্র সিং, আইপি সিং এবং লাল বাহার। প্রতিনিধিদলের সদস্যরা মঙ্গলবার জেলাশাসক শশাঙ্ক শেঠি ও পুলিশ কমিশনার লক্ষীনারায়ণ মিনার সঙ্গে বৈঠক করেন। এদিন তাঁরা আসানসোলের রেলপাড়, চাঁদমারি, রামকৃষ্ণ ডাঙাল, হাজিনগর, আমবাগান, শ্রীনগর মোড় প্রভৃতি এলাকা ঘুরে দেখেন। প্রতিনিধিদলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গেও কথা বলেন। নুরানি মসজিদের ইমামের সঙ্গেও কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। আসানসোলের পর তাঁরা রানিগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন বলে জানা গেছে।

Like Us On Facebook