nabi-dibas-dgpসোমবার নবী হযরত মোহাম্মদ-এর আবির্ভাব দিবস উপলক্ষ্যে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয়। এই উপলক্ষ্যে দুর্গাপুরের চন্ডীদাস মার্কেট এলাকার এক ধর্মসভায় বিশিষ্ট মৌলবীরা হযরত মোহাম্মদের জীবনী তুলে ধরেন এবং বক্তারা বিশ্বজুড়ে চলা হিংসা ত্যাগ করে প্রেম ভালবাসা গড়ে তোলার আহ্বান জানান।