প্রতি বছরের মত এবছরও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্ব্বমঙ্গলা মায়ের নবান্ন উৎসব উদযাপিত হবে আগামী ৫ ডিসেম্বর(১৮ অগ্রহায়ণ)। হিন্দু শাস্ত্রমতে বছরের শুরু হিসাবে অগ্রহায়ণ মাসকেই ধরা হয়। তাই বছরের শুরুতেই কুলদেবতা সহ বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্ব্বমঙ্গলাকে নতুন ধান সহ উৎপাদিত ফসল অর্পণ করার প্রথা চলে আসছে।
মন্দিরের ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে, নবান্ন উৎসব উপলক্ষে ৫ ডিসেম্বর ১২০০ ভক্তকে মালসায় মায়ের অন্নভোগ প্রসাদ বিতরণ করা হবে। গত বছরের মতো এবারও মন্দিরে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকছে না। ৪ ডিসেম্বর সকাল ১০টা ৩৫ মিনিট থেকে প্রসাদের জন্য কুপন বিলি করা হবে এবং পরের দিন সকাল ৯টা থেকে প্রসাদ বিতরণ করা হবে।
Like Us On Facebook