দুই কুখ্যাত মহিলা ছিনতাইবাজকে হাতেনাতে ধরল বর্ধমান থানার পুলিশ। উদ্ধার প্রায় দেড় লক্ষ টাকারও বেশি মূল্যের সোনার গহনা। ধৃত দুই ছিনতাইকারীর নাম পুনম বেদ ও পায়েল বেদ। পুনমের বাড়ি শক্তিগড় ও পায়েল আসানসোল রেল স্টেশন সংলগ্ন এলাকার ঝুপড়িতে বসবাস করত। যদিও এদের আদি বাড়ি উড়িষ্যায়, এরা পেশায় সাপুড়ে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এমনকি বাসেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরে মহিলাদের গ্যাং ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। সেই মতো পুলিশের কাছে খবর আসে দু’জন মহিলা লক্ষাধিক টাকার সোনার গয়না রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিক্রি করতে এসেছে। আর সেই সময় পুলিশ ধৃতদের হাতেনাতে ধরতে সফল হয়। তাদের কাছ থেকে একজোড়া সোনার চুড়ি ও একজোড়া সোনা দিয়ে পলা বাঁধানো চুড়ি উদ্ধার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।

Like Us On Facebook