আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন রবিবার কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। এদিন দুপুরে মুনমুন সেন আসানসোলে আসেন লোকসভা ভোটের প্রচার শুরু করতে। এদিন দুপুরে আসানসোলের একটি হোটেলে জেলার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন মুনমুন সেন।

সাংবাদিক বৈঠকের শেষে মুনমুন সেন কল্যাণেশ্বরী মন্দিরে যান পুজো দিতে। ডুবুরডিহি চেকপোস্ট থেকে এক বিরাট বাইক মিছিল করে কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের শুভ সূচনা করেন মুনমুন সেন। মন্দিরে সদ্য বিয়ে হওয়া এক দম্পতিকে আশীর্বাদও করেন মুনমুন সেন। এরপর তিনি এক প্রচার মিছিলে অংশ নেন। আসানসোলের আশ্রম মোড় থেকে বহু মানুষের সঙ্গে মিছিলে পা মেলান মুনমুন সেন। আসানসোলর সিটি বাস স্ট্যান্ডে এদিন এক প্রচার সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় মুনমুন সেনের সঙ্গে আসানসোলের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।



Like Us On Facebook