.
সোমবার আসানসোলের কুলটির লাল বাজার অঞ্চলে রিয়া ও রাইমাকে নিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন৷ এদিন একটি জনসভায় উপস্থিত হয়ে প্রার্থী মুনমুন সেন তাঁর মেয়েদের সাথে জনসাধারণের পরিচয় করিয়ে বলেন, তাঁরা সবাই দিদির প্রতিনিধি হয়ে নির্বাচনী প্রচারে এসেছেন। তবে এদিন রিয়া, রাইমা ও প্রার্থী মুনমুন সেনকে দেখতে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মত৷ পাশাপাশি এদিনের সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী, আসানসোল কর্পোরেশনের ডেপুটি মেয়র তবাসুম আরা সহ আরও অনেকে৷
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook