মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন আসানসোল কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এদিন আসানসোল রবীন্দ্রভবনের সামনে থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে জেলাশাসক দফতরে আসেন মুনমুন সেন। এদিন দুপুর ১টা নাগাদ মুনমুন সেন জেলাশাসক শশাঙ্ক শেঠির হাতে মনোনয়ন পত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন মলয় ঘটক, জিতেন্দ্র তিওয়ারি, ভি শিবদাসন প্রমুখ। মনোনয়ন জমা দিয়ে জেতার ব্যাপারে তিনি আশাবাদি বলে জানান।
পাশাপাশি এদিন আসানসোল কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডল মনোনয়ন জমা দেন। এদিন সকাল ১১টা নাগাদ তিনি পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠির কাছে মনোনয়ন জমা দেন। এদিন জেলা সভাপতি তরুণ রায় সহ কংগ্রেস কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন জমা দিতে আসেন। বন্ধ কল-কারখানা ও কোলিয়ারি খোলার দাবিতে সরব হবেন বলে জানান কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মণ্ডল।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন