বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডল কি তৃণমূলে ফিরছেন? ভোট পরবর্তী সময়ে তাঁর সুর বদলে তৈরি হয়েছে জল্পনা। তিনি অভিযোগ করেন, বিজেপি কেনদিনই আমাদের বিশ্বাস করতে পারেনি। শুভেন্দু নির্বাচনের আগে দেওয়া কথা রাখেনি। বর্ধমানে নিজের বাসভবনে সাংসদ সুনীল মন্ডল বলেন, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসা এই তৃণমূল সরকারকে কাজ করতে দেওয়া উচিত। দিল্লি থেকে উড়ে এসে কখনই ভোটে জেতা যায় না।’ তিনি আরও বলেন, ‘তৃণমূলে ফেরার কথা হলে ভেবে দেখবো।’ কেন্দ্রের নিরাপত্তা থাকবে কিনা সে বিষয়ে তিনি বলেন, ‘এটা আমার উপর নির্ভর করছে না।’
Like Us On Facebook