আবারও জাল নোট উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। গত ২২ নভেম্বর ৪টি ১০০ টাকার জাল নোট সহ বর্ধমানের ডিভিসি মোড় এলাকায় হাতেনাতে ধরা পড়ে বিভাদেবী ওরফে রামকলি নামে এক মহিলা। তদন্তের স্বার্থে তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সোমবার আবার ১৬ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে। যার পুরোটাই ১০০ টাকার নোট।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ হাজার টাকার বিনিময়ে ২০ হাজার টাকার জালনোট দেওয়া হয় তাকে। সেই টাকা দোকানে চালাতে গিয়েই সে ধরা পড়ে। কোনো চক্র কাজ করছে কিনা বা চক্রের সঙ্গে কারা যুক্ত, খতিয়ে দেখতে আজ আবার ৯ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে বর্ধমান কোর্টে তোলা হয়। আদালত ৮ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। জানা গেছে, আরও জাল নোট উদ্ধারের লক্ষে পুলিশ তাকে নিয়ে বিহার ও নাগপুর যাবে।