বর্ধমান শহরের গোলাপবাগ এলাকার রমনাবাগান মিনি জুকে সকলের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আনা হচ্ছে আরও কিছু পশু-পাখি। বর্তমানে রমনাবাগানে ভাল্লুক, হরিণ, কুমির ছাড়াও আছে বেশ কিছু পাখি। দর্শকদের মন ভরাতে কর্তৃপক্ষ আরও কিছু পশু-পাখি আনার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, শীঘ্রই আসবে লেপার্ড, ভাল্লুক, লেপার্ড ক্যাট, নেকড়ে, শেয়াল, লেঙ্গুর ও ময়ূর সহ বেশ কিছু জলচর পাখি। নতুন অতিথিদের জন্য এনক্লোজার তৈরির কাজ চলছে জোর কদমে। কর্তৃপক্ষের আশা, রমনাবাগানের আধুনিকীকরণ করে নতুন বছরেই নতুন অতিথিদের নিয়ে দর্শকদের কাছে নবরূপে আত্মপ্রকাশ করবে রমনাবাগান মিনি জু। নতুন পশু-পাখি চলে এলে এই চিড়িয়াখানায় দর্শক সংখ্যাও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আধুনিকীকরণের কাজকর্ম খতিয়ে দেখতে রমনাবাগান পরিদর্শনে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু।