ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে অণ্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায়।
জানা গেছে, অসুস্থ ছেলের চিকিৎসার জন্য উখরার এক বেসরকারি ব্যাঙ্ক থেকে ৪৯ হাজার টাকা তুলে টোটো করে বাড়ি ফিরছিলেন অণ্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকার পূর্ণ ডোম। স্বামী ইসিএলের কর্মী ছিলেন। স্বামী মারা গেছেন কিছুদিন আগে। ছেলে অসুস্থ। চিকিৎসার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে টোটো থেকে নামতেই দুই দুষ্কৃতী পূর্ণদেবীর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর পূর্ণদেবী ছেলের কিভাবে চিকিৎসা করাবেন সেই চিন্তায় মানসিক ভাবে ভেঙে পড়েন। জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এদিন। ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।