মঙ্গলবার আসানসোলের পোলো গ্রাউন্ডে আসানসোলের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ সহ অন্যান্যরা। এদিনের সভায় প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব স্টাইলে উপস্থিত জনগণকে সম্বোধন করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বক্তব্য রাখেন। উপস্থিত জনগণের কাছে বাবুলকে জেতানোর আহ্বান জানান এবং ক্ষমতায় এলে রাজ্যে উন্নয়নের ঢেউ উঠবে বলে আশ্বস্ত করেন।
এদিন বিকেল চারটে নাগাদ প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দেখতে পেয়েই উদ্বেলিত হয়ে পড়েন পোলো ময়দানকে কানায় কানায় পূর্ণ করে তোলা জনগণ। ‘মোদী-মোদী’ রব তোলেন উপস্থিত মানুষজন। এদিনের জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন বাবুলকে আর একবার জেতানোর আহ্বান জানিয়ে তিনি জানান কেন্দ্রে বিজেপি সরকার এলে আসানসোলকে নতুন রূপ দেবেন। বন্ধ কল-কারখানা নিয়ে কোন মন্তব্য না করলেও ক্ষমতায় এলে আসানসোলের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গেলেন প্রধানমন্ত্রী।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?