বাংলায় ঘাস ফুল ঝরে যাওয়ার সময় এসে গেছে। এবার বাংলায় ফুটবে পদ্ম ফুল। রবিবার পূর্ব বর্ধমানের গাংপুর স্বস্তিপল্লি মাঠে আয়োজিত জনসভায় নিজের বক্তব্যে এমনটাই দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এদিনের সভায় জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী, অঞ্জন মুখোপাধ্যায়, জেলা বিজেপি পর্যবেক্ষক অনল বিশ্বাস সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিন রাহুলবাবু বলেন, এরাজ্যে ঘটা করে শিল্প সম্মেলন করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে কিছু লাভ হয়নি। কারণ এই রাজ্যে তেলেভাজা শিল্পই একমাত্র শিল্প। রাহুল বাবু তাঁর বক্তব্যে দাবি করেন, শুধু শিল্পই নয়, এরাজ্যে ভেঙে পড়েছে শিক্ষা ব্যস্থাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাই এত ফেলের বহর। তিনি বলেন শিক্ষামন্ত্রী আবার কলকাতা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন। রাহুল সিনহা প্রশ্ন তোলেন তাহলে কি এবার সব ফেল করা ছাত্র ছাত্রীদের পাস করিয়ে দেওয়া হবে। সভামঞ্চ থেকে রাহুল সিনহা দাবি করলেন ঘাসফুল বেশিদিন টেকে না। এবার ঘাসফুল ঝরে যাওয়ার সময় হয়ে গেছে। গোটা দেশ এখন মোদিময়। এবার বাংলাতেও ফুটবে পদ্ম ফুল।

Like Us On Facebook