পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি গ্রামে হাটতলায় ধরা পড়ল এক মোবাইল চোর। কুমারডিহি গ্রামে সপ্তাহে সোমবার ও শুক্রবার বসে হাট। আর হাটের এই ভিড়কে কাজে লাগিয়েই মোবাইল চোরেরা সক্রিয় হয়ে ওঠে। আজ ঠিক সেরকমই এক হাটের দিন একেবারে হাতেনাতে ধরা পড়ল মোবাইল চোর। স্থানীয়রাই চোরকে ধরে একটা খুঁটিতে বেঁধে রাখেন। পড়ে চড়-থাপ্পরও। খবর পেয়ে ঘটনাস্থলে পান্ডবেশ্বর থানার পুলিশ এসে মোবাইল চোরকে থানায় নিয়ে যায়।
Like Us On Facebook