অবশেষে মুখ্যমন্ত্রীর স্বপ্নের মিষ্টি হাব কি বর্তমান জায়গা থেকে সরছে? জেলাপ্রশাসনের একটি সূত্র থেকে জানা গেছে, ২০১৭ সালের ৭ এপ্রিল আসানসোল থেকে মুখ্যমন্ত্রী বর্ধমানের ২নং জাতীয় সড়ক বাম বটতলা এলাকায় উদ্বোধন করেন তাঁর স্বপ্নের প্রকল্প মিষ্টি হাব। বর্ধমানের খ্যাতনামা ল্যাংচা, সিতাভোগ, মিহিদানা প্রভৃতি বিবিধ মিষ্টির পাশাপাশি অন্যান্য জেলার মিষ্টিকেও এই হাব থেকে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই মুখ থুবড়ে পড়ে গোটা প্রকল্প। দফায় দফায় নানাভাবে এই মিষ্টি হাব চালুর উদ্যোগ নিলেও কোনো সুফল মেলেনি।
২০১৭ থেকে ২০২০ এই তিনবছরেও মিষ্টি হাব ঠিকমতো চালু না হওয়ায় এবার গোটা প্রকল্পকেই সরিয়ে শক্তিগড়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এটা ঠিকই তাঁরা চেষ্টা করেছেন বারবার এই মিষ্টিহাবকে চালু করার জন্য। কিন্তু নানা কারণে তা চালু করা যায়নি। তাই তাঁরা ভাবছেন গোটা প্রকল্পকেই এবার শক্তিগড়ে যেখানে ল্যাংচার দোকানগুলি রয়েছে সেখানে আলাদা করে নির্দিষ্ট জায়গায় এই প্রকল্পকে সরিয়ে নিয়ে যেতে।