.
রাতের অন্ধকারে মূর্তি ভাঙল দুষ্কৃতীরা। এই ঘটনায় উতপ্ত পূর্ব বর্ধমানের মানকর স্টেশন সংলগ্ন এলাকা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। স্থানীয় মানুষ রবিবার সকালে দেখেন ডা. বিধান চন্দ্র রায়ের মূর্তিটি কে বা কারা ভেঙে দিয়েছে। এইখবর ছড়িয়ে পড়তেই এলাকার কংগ্রেস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। কংগ্রেস কর্মীদের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বাংলার রূপকার ডা. বিধান চন্দ্র রায়ের মূর্তি ভেঙে দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস কর্মীরা এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোচ্চার হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এদিকে, ডা. বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা মানকরে পথ অবরোধ করেন। বেশকিছুক্ষণ অবরোধ চলে।
Like Us On Facebook