দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল এক তৃণমৃল কর্মীর। মৃতের নাম আজিজুল সেখ। বাড়ি পূর্ব বর্ধমানের গলসীর ছালালপুরে। রবিবার পাশের গ্রাম পুরসুরায় রাসমেলা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী আজিজুলের উপর হামলা করে। তাঁকে মাটিতে ফেলে লাথি মারা হয়। বুকে আঘাত লাগে। এরপর আজিজুলের বাড়ির লোকজন তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পাশাপাশি বর্ধমানে তাঁর চিকিৎসা করানো হয়। বুধবার ভোর রাতে বাড়িতেই আজিজুল সেখের মৃত্যু হয়। তার আত্মীয়দের দাবি আজিজুল সেখ এলাকায় জনপ্রিয় তৃণমৃল কর্মী ছিলেন। সেই আক্রোশেই দুষ্কৃতীরা তাকে মারধর করে। গলসী থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পরিবারকে সান্ত্বনা জানাতে বুধবার তৃণমূল নেতৃত্ব আজিজুলের বাড়িতে যান।
Like Us On Facebook