আসানসোলের কুলটি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃতের নাম বাহাউদ্দিন খান ওরফে গব্বর। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ লছিপুর এলাকা থেকে গব্বরকে গ্রেফতার করেছে। ধৃতকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে লছিপুর এলাকায় গব্বর স্থানীয় যুবক লছিপুর অফিস পাড়ার রাজু বাউরিকে মারধর করে এবং তাঁর মুখে পাথর দিয়ে আঘাত করে বলে অভিযোগ। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গুরতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর কুলটি ব্লক বাউরি সমাজ নিয়ামতপুর ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেন। নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক রাহুলদেব মন্ডলের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। সেই সূত্রেই বৃহস্পতিবার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে বাহাউদ্দিন খান ওরফে গব্বরকে।