পাটের সঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগে পাটের ঘাটতি ছিল। পাট চাষে চাষীদের উৎসাহ দিতে কৃষি দফতরের পাশাপাশি রাজ্য সরকারও প্রচার করছে বলে জানালেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারার মান্না। শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের বড়শুলে শক্তিগড় জুট পার্ক পরিদর্শনে যান তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক নিশীথ মালিক। বর্তমানে এই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তার মধ্যে অর্ধেক মহিলা শ্রমিক। তিনি বলেন, ‘এবছর পাট চাষের উপযোগী আবহাওয়া থাকায়, উৎপাদন ভাল হয়েছে। পাট চাষে রাজ্য সরকারের পাশাপাশি পাটকলের মালিকরাও এগিয়ে আসছেন চাষীদের উৎসাহ দিতে।’ ৩০ একর জায়গার উপর শক্তিগড় জুট পার্ক। মন্ত্রী জুট পার্ক পরিদর্শন করেন। কথা বলেন মালিক ও শ্রমিকদের সঙ্গে।
Like Us On Facebook