মঙ্গলবার দুপুরে আচমকা বর্ধমান ২নং ব্লকের বড়শুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টেলিফোন এক্সচেঞ্জের গোডাউনে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিভাবে এই আগুন লাগলো তা জানা না গেলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আগুনে লক্ষাধিক টাকার ফাইবার অপটিক্স পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
বর্ধমান ২নং ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার জানিয়েছেন, এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ তাঁরা বিডিও অফিসে একটি বৈঠক করছিলেন। সেই সময় তাঁরা বিশাল কালো ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ঘটনাস্থলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিদ্যুৎ দফতর এবং দমকলে। বিদ্যুৎ দফতরের লোকজন এসে টেলিফোন এক্সচেঞ্জের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। পরে আরও একটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানিয়েছেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। যে সময় আগুন লাগে সেই সময় এক্সচেঞ্জে একজনই কর্মী ছিলেন। তিনি ঘটনার সময় বাইরে বেড়িয়ে গিয়েছিলেন। আগুনের লেলিহান শিখায় এক্সচেঞ্জের টাওয়ারেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পিভিসি কেবল এবং পাইপের ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল পাশের দোকানগুলোও কিছু কিছু ক্ষতি হয়েছে।
বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার জানিয়েছেন, আগুনের তীব্রতা অত্যাধিক থাকায় অনেক দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান সাধারণ মানুষ। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। উল্লেখ্য, এদিন এরই পাশাপাশি বর্ধমান ২নং ব্লকের প্যামড়া এলাকায় একটি ইংরেজী মাধ্যম স্কুল সংলগ্ন ঝোপঝাড়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।