স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল মিড-ডে মিলের রাঁধুনিরা। পূর্ব বর্ধমানের আউসগ্রামের মান্দারতলা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ফলে বাড়ি ফিরে গেল পড়ুয়ারা।
বুধবার মান্দারতলা প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রাঁধুনিরা স্কুলে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। রাঁধুনীদের অভিযোগ প্রায় এক বছর তাঁরা মজুরী পাননি। যার পরিমাণ প্রায় ৪৮ হাজার টাকা। তাছাড়া মুদির দোকানেও ২৫ হাজার টাকা বাকি আছে বলে জানান তাঁরা। ঘটনার জেরে স্কুলে আসেন এসআই। তাঁর আশ্বাসে গেটের তালা খুলে দেন রাঁধুনিরা।
Like Us On Facebook