কালী পুজোর ভাসানকে কেন্দ্র করে বর্ধমানের নীলপুরে জাগরণী ও চৌরঙ্গী ক্লাবের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ল। জানা গেছে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই ক্লাবের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বচসা সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনার পরে উত্তেজনা ছড়ালো এলাকায়। দুই ক্লাব ও ক্লাবে থাকা বেশ কিছু বাইক ও সাইকেলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস ও র‌্যাফ ঘটনাস্থলে পৌঁছয়।

নীলপুর জাগরণী ক্লাবের সদস্যদের দাবি, তারা যখন প্রতিমা নিয়ে বিসর্জন করতে যাচ্ছিল। তখন বাজি ফাটানো নিয়ে সামান্য অশান্তি হয় এবং তা মিটেও যায়। কিন্তু তারা বিসর্জন করে ফিরে এলে পাশের চৌরঙ্গী ক্লাবের সদস্যরা চড়াও হয় তাদের উপর। মারধর করে এবং ক্লাব ও ক্লাবে থাকা বাইক ও সাইকেলে ভাঙচুর চালায়। পাল্টা অভিযোগ চৌরঙ্গীরও। তাদের অভিযোগ, ঠাকুর ভাসানের সময় তাদের ক্লাবের পাশ দিয়ে যাওয়ার সময় ক্লাব লক্ষ্য করে বাজি ছোঁড়া হয়। প্রতিবাদ করলে জাগরণী ক্লাবের সদস্যরা তাদের মারধর করে এবং ক্লাব ও ক্লাবে থাকা বাইকে ভাঙচুর চালায়। পুলিশ ও র‌্যাফ গিয়ে পরিস্থির সামাল দেয়। পুলিশ দুই ক্লাবেরই বেশ কয়েকজনকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিবেশ এলাকায়। চলছে পুলিশি টহল। যদিও দুই ক্লাবই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

Like Us On Facebook