মুকুলের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাজ্য জোড়া বিতর্কের মাঝেই বিজেপি নেতা জয় ব্যানার্জীর মুকুলের ভূয়সী প্রশংসা ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে।বুধবার পূর্ব বর্ধমানের মসাগ্রাম ষ্টেশন বাজারে বিজেপির এক সভায় যোগ দিতে আসেন তিনি। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয়কে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিলেও মুকুল রায়ের ভূয়সী প্রশংসা করনে এই বিজেপি নেতা। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বদলে সন্ত্রাসই হবে হাতিয়ার বলে মন্তব্য করেন জয় ব্যানার্জী। তিনি অভিযোগ করেন, রাজ্যে ৭টি পৌর নির্বাচনে সন্ত্রাস করে জিতেছিল শাসকদল। কিন্তু মানুষের স্বার্থে উন্নয়নের জন্য পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করলে আমরাও পাল্টা প্রতিরোধ করব বলে তিনি মন্তব্য করেন।

Like Us On Facebook