এলাকার মানুষকে এবং ছাত্র-ছাত্রীদের ভেষজ গাছের সঙ্গে পরিচিত করাতে ও ভেষজ গাছ লাগানোর প্রতি উৎসাহ বাড়াতে বুদবুদের মানকর রোডের উপর গলসি এক নম্বর কৃষক বাজারে গড়ে তোলা হয়েছে ভেষজ উদ্যান। প্রায় ৫০ রকম ভেষজ গাছ রয়েছে এই উদ্যানে। রয়েছে অশ্বগন্ধা, বিভিন্ন ধরনের তুলসী, ড্রাগন ফুট, জোয়ান, কালমেঘ, গিলয় সহ নানান প্রজাতির ভেষজ গাছ নিয়ে তৈরি হয়েছে ভেষজ উদ্যান। বাগান পরিচর্যায় দায়িত্বে থাকা গোপাল প্রসাদ গুপ্তা জানিয়েছেন, উদ্যানের মধ্যে ফুল-ফলের গাছ ছাড়াও ৫০ ধরনের ভেষজ গাছ রয়েছে। বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয় এই ভেষজ গাছ থেকেই। মাঝেমধ্যেই বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার যেসমস্ত ছাত্র-ছাত্রীরা রয়েছেন তারা ভেষজ উদ্ভিদ সম্পর্কে পরিচিত হতে উদ্যানে আসেন এবং কোন গাছের কি গুণ সেই বিষয়ে তারা এই উদ্যান থেকে জেনে যান।
গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চ্যাটার্জী জানিয়েছেন, কিষাণ মান্ডিতে যে ফাঁকা জমি ছিল সেই জমিতে তাঁরা এই উদ্যানটি তৈরি করেছেন। সম্পূর্ণ খরচ বহন করেছে পঞ্চায়েত সমিতি। তাঁদের মূল উদ্দেশ্য হল এলাকার মানুষ ও ছাত্র-ছাত্রীদের ভেষজ উদ্ভিদ সম্পর্কে পরিচিত করানো এবং প্রত্যেক স্কুলের প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীরা নিজেরাই যাতে ভেষজ উদ্যান তৈরি করতে পারে সে বিষয়ে উৎসাহ বাড়াতে তাঁরা এই উদ্যান তৈরি করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এলাকার ছাত্র-ছাত্রীরা এই উদ্যান দেখে উৎসাহিত হয়ে আগামী দিনে তাঁদের বিদ্যালয়ের প্রাঙ্গণে ভেষজ উদ্যান তৈরি করবে। মানুষ যত ভেষজ গাছের সাথে পরিচিত হবে ততই মানুষ ভেষজ গাছের তৈরি ওষুধ থেকেই নিজেদের সুস্থ রাখতে পারবেন ও আগামী দিনে সুস্থ সমাজ গড়ে উঠবে।