কাগজে বিজ্ঞাপন দিয়ে ঝাড়খণ্ডে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি করে দেওয়ার নামে বর্ধমানের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্ধমান শহরের ৩ নম্বর ইছলাবাদের বাসিন্দা শিবমোহন মুখোপাধ্যায়ের অভিযোগ, কয়েক মাস আগে ঝাড়খণ্ডের একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় একটি কনসালটেন্সি সংস্থা। মেয়েকে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে সাত লাখ টাকা কনসালটেন্সি ফি চায়। সাড়ে ৬ লাখ টাকা নেওয়ার পরও মেয়েকে মেডিকেল কলেজে ভর্তির কোন ব্যবস্থা করতে পারেনি সংশ্লিষ্ট কনসালটেন্সি সংস্থা। বর্তমানে ওই সংস্থার বিজ্ঞাপনে দেওয়া জামশেদপুরের অফিস তালা বন্ধ এবং মোবাইল ফোনও বন্ধ। ঝাড়খণ্ডের স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে তারা অভিযোগ না নিয়ে বর্ধমানে অভিযোগ জানাতে বলে।