মাটি উৎসব - ২০১৭

সোমবার প্রদীপ জ্বালিয়ে ‘মাটি উৎসব’-এর সূচনা করলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের মাটিতীর্থ-এ বাংলার মানুষের স্বপ্নকে বাস্তব করতে কৃষি দপ্তরের উদ্যোগে মাটি উৎসব আয়োজিত হয়। বর্ধমানের কালনা রোডে জেলা বীজ খামারে এই উৎসব চলবে ৯ থেকে ১৩ জানুয়ারি। এদিন মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। কৃষি, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাণীসম্পদ বিকাশ, মৎস্য চাষের ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য এদিন মোট ২১ জনকে মাটি সম্মান প্রদান করা হয়।