লকডাউন চলাকালে রাস্তায় বেহিসাবী গাড়ি চলাচল নিয়ে কার্যত মাথা ঘামাতেই হয়নি ট্রাফিক পুলিশের কর্মীদের। এখন আবার ফিরে এসেছে সেই কর্তব্য। বর্ধমান শহর জুড়ে চলছে সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচার। জেলা পুলিশের উদ্যোগে সেই চেনা ছন্দেই রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচল কিংবা গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়মবিধি না মানার জন্য চলছে ধরপাকড় থেকে সতর্ক করার কাজও। আর পথ নিরাপত্তার এই কর্মসূচির মধ্যেই করোনা উদ্ভূত পরিস্থিতিতে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার উপর জোর দিলেন জেলা পুলিশের কর্তারা।

শনিবার বর্ধমানের স্টেশন বাজার এলাকায় ডিএসপি হেডকোয়ার্টার শৌভিক পাত্রের নেতৃত্বে কর্তব্যরত পুলিশ কর্মীরা পথ চলতি মানুষের মুখে মাস্ক না থাকলে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক। মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজার ব্যবহার কেন জরুরী বোঝানো হয়েছে তাও। সরকারি নির্দেশ সত্বেও এদিনও দেখা গেছে মাস্ক ছাড়াই পথে মানুষ। এদিন পুলিশের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার শৌভিক পাত্র, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, ট্রাফিক ওসি সুদীপ্ত নন্দী প্রমুখ। শৌভিক পাত্র জানিয়েছেন, সেফ ড্রাইভ, সেভ লাইফের এই কর্মসূচি যেমন তাঁদের চলছে তেমনই সাধারণ মানুষকে এদিন বোঝানো হয়েছে মাস্ক ছাড়া তাঁরা যেন বাইরে বের না হন। একইসঙ্গে করোনাকে প্রতিহত করতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের গুরুত্বও তাঁদের বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে, নিজে ভাল থাকার চেষ্টা করুন, অপরকেও ভাল থাকার সুযোগ করে দিন।

Like Us On Facebook