ক্যানসার রোগের ভীতি দূর করতে এবার এগিয়ে এল অখিল ভারত মাড়োয়ারী যুব মঞ্চ। মঙ্গলবার বর্ধমানে তাঁরা বিনামূল্যে ক্যানসার রোগ নির্ণয় শিবিরের আয়োজন করেন। এদিন দিল্লি থেকে একটি ভ্রাম্যমাণ পরীক্ষাকেন্দ্র নিয়ে আসা হয়। তার সঙ্গে ছিলেন দিল্লী থেকে আসা ১২ সদস্যের একটি দলও। তার মধ্যে ১০ জন ছিলেন অভিজ্ঞ চিকিৎসক। যুব মঞ্চের সভাপতি আনন্দ দোকানিয়া জানিয়েছেন, সাধারণ মানুষ ক্যানসার বলতেই আতঙ্কে ভুগতে শুরু করেন। সেই ভীতি দূর করতেই তাঁরা এই আয়োজন করেছেন। এদিন প্রায় ২০০ জনের তাঁরা পরীক্ষা করিয়েছেন। অনেকই নিজেদের সুস্থতা সম্পর্কে পরীক্ষা করিয়েছেন। রক্ত পরীক্ষা সহ ক্যানসারের আনুষঙ্গিক উপসর্গ রয়েছে কিনা তাও যাচাই করা হয়েছে। তিনি জানিয়েছেন, বর্ধমানে এই ধরণের উদ্যোগ এই প্রথম। একইসঙ্গে এদিন যেভাবে মানুষ ক্যানসার পরীক্ষা করাতে এগিয়ে এসেছেন তাতে তাঁরা অভিভূত হয়েছেন।

Like Us On Facebook