গলসির আটপাড়া থেকে বাঁকুড়ায় একটি বিয়ে বাড়িতে যাওয়ার পথে অস্থায়ী কাঠের সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দামোদর নদে পড়ল একটি যাত্রী বোঝাই মারুতি ভ্যান। চালক সহ গাড়িতে ছিলেন ১০জন। যার মধ্যে ছিল ২টি শিশুও। মারুতি ভ্যানের যাত্রী সেখ রাজিবুদ্দিন জানিয়েছেন, সোমবার সকাল প্রায় ৮টা নাগাদ তাঁর এক আত্মীয়ের বিয়ের জন্য একটি মারুতি ভ্যানে গলসির শিল্লাঘাটের অস্থায়ী সেতু দিয়ে দামোদর নদী পার হচ্ছিলেন। অস্থায়ী কাঠের সেতুতে একটি কাঠ উঠে থাকায় চালক তা বুঝতে না পেরে সেতু পার হতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ভ্যান যাত্রী সহ দামোদর নদে পড়ে যায়। বরাত জোরে প্রাণ রক্ষা পায় ২ শিশু সহ ৮ যাত্রীর। ঘটনায় কমবেশী জখম হয়েছেন ৫ জন যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় গলসি ও বাঁকুড়ার পাত্রসায়ের থানার পুলিশ যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গলসির পুরসা ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে আহতদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ২জনের আঘাত গুরুতর বলে জানা গেছে।

Like Us On Facebook