ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় গাড়িতেই আটকে পড়ে পুড়ে মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে ২ নং জাতীয় সড়কের উপর গলসি থানার গলিগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালেও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় জাতীয় সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধায় পড়ছিলেন চালকরা। এরই মধ্যে গলিগ্রাম এলাকায় একটি ট্রাক ও ট্রেলারের মধ্যে সংঘর্ষ হয়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ২ নং জাতীয় সড়কের বর্ধমান থেকে দুর্গাপুরমুখী লেন। সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি।

সেই লাইনের পিছনে একটি মারুতি ভ্যান দাঁড়িয়ে পড়লে পিছন থেকে আসা একটি ট্রেলার ঘন কুয়াশার মধ্যে মারুতি ভ্যানটিকে দেখতে না পেয়ে তার পিছনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় মারুতি ভ্যানটিতে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পিছনের ট্রেলারটিতেও। জ্বলন্ত মারুতি গাড়ি থেকে আহত অবস্থায় একজনকে বের করা গেলেও চালককে বের করা যায়নি। জ্বলন্ত গাড়িতেই পুড়ে মৃত্যু হয় চালকের। স্থানীয় মানুষের সহায়তায় পুলিশ জখম ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়।

জানা গেছে, পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানা এলাকা থেকে দুই ব্যক্তি মারুতি ভ্যানে করে কম্বল বিক্রি করতে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির আগুন দ্রুত কম্বলে ছড়িয়ে পড়ায় একজনকে উদ্ধার করা গেলেও আগুনের তীব্রতায় আহত চালককে গাড়ি থেকে বের করা সম্ভব হয় নি। খবর পেয়ে বর্ধমান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।

Like Us On Facebook