পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুরে আয়োজিত হচ্ছে ম্যারাথন দৌড়। সেফ ড্রাইভ সেভ লাইফ শ্লোগানকে বেশি মাত্রায় জনসাধারণের মধ্যে পৌঁছে দিতেই এই দৌড়ের আয়োজন বলে জানা গেছে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই ম্যারাথন দৌড়ের মূল উদ্যোক্তা। তাছড়া দুর্গাপুর বণিক সভা ও অন্যান্য বিভিন্ন সংস্থাও এই ম্যারাথন প্রতিযোগিতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাশে থাকছে বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুরে এই ম্যারাথন দৌড়ের আকর্ষণ বাড়ানোর জন্য চলচ্চিত্র অভিনেত্রী শুভশ্রী উপস্থিত থাকছেন বলে জানা গেছে। রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও দুর্গাপুর বণিক সভার যৌথ এক প্রেস কনফারেন্সে এ কথা ঘোষণা করা হয়।