ফের ট্রেনে মাদক মেশানো খাবার খাইয়ে সর্বস্ব লুঠের অভিযোগ উঠল। অচৈতন্য অবস্থায় বর্ধমান স্টেশন থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে বর্ধমান জিআরপি। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জিআরপি সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের বাসিন্দা সুরেশ কুমার জসওয়াল দূরপাল্লার ট্রেনে করে আসার সময় কোন সহযাত্রী তাঁকে মাদক খাইয়ে সর্বস্ব লুঠ করে নেয়। অচৈতন্য অবস্থায় তাঁকে বর্ধমান স্টেশন চত্বর থেকে উদ্ধার করা হয় এবং বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।বারবার ট্রেনে মাদক খাইয়ে লুঠের ঘটনায় উদ্বিগ্ন যাত্রীরা।
Like Us On Facebook