পূর্ব বর্ধমান জেলার গলসির বাসিন্দা ১১ বছরের বিধান রুইদাস দীর্ঘদিন ধরে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বিধানের চিকিৎসার খরচ যোগাতে বিধানের পরিবারকে বেশ বেগ পেতে হচ্ছিল। বিধান ও তার পরিবারের দুরবস্থার কথা কানে যেতেই কলকাতা পুরসভার ১০ নং বরোর চেয়ারম্যান তপন দাশগুপ্ত বিধানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস দেন বিধানের পরিবারকে।
শনিবার কলকাতা পুরসভার ১০ নং বরো চেয়ারম্যানের সহায়তায় ৭৫ হাজার টাকার একটি চেক রাজ্যের মন্ত্রী তথা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস বিধানের চিকিৎসার জন্য বিধানের মা রেখা রুইদাসের হাতে তুলে দেন। অরূপবাবু বিধানের চিকিৎসায় সব রকম সহায়তার আশ্বাস দেন তার পরিবারকে। এদিন কলকাতার টালিগঞ্জে মন্ত্রী অরূপ বিশ্বাসের দলীয় কার্যালয়ে চেক প্রদানের সময় অরূপবাবু ছাড়াও ১০ নং বরোর চেয়ারম্যান তপন দাশগুপ্ত সহ ১০ নং বরোর সমস্ত কাউন্সিলর ও কর্মীবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবী সোমনাথ পাল উপস্থিত ছিলেন। বিধানের মা রেখাদেবী বিধানের চিকিৎসায় আর্থিক সাহায্য পেয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, বরো চেয়ারম্যান তপন দাশগুপ্ত সহ উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান।