খড়ের পালুই থেকে খড় বার করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম হরিপদ সিং (৪৫)। বাড়ি খণ্ডঘোষের পুরিহা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির খড়ের পালুই থেকে খড় বার করার সময় তাঁর পায়ে সাপে ছোবল মারে। এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় খণ্ডঘোষের শুনিয়ায় এক ওঝার কাছে। প্রায় ঘণ্টা ৫ সেখানে তার ঝাড়ফুঁক করার পর তার অবস্থা আরও খারাপ হওয়ায় বৃহস্পতিবার রাত্রে তাকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
Like Us On Facebook