৪৫ হাজার টাকা মূল্যের পুরস্কার পাওয়া জাল লটারি টিকিট দোকানে ভাঙাতে এসে হাতেনাতে পাকড়াও জাল টিকিট চক্রের এক চাঁই। ধৃতের নাম সাকিরুল মল্লিক। বাড়ি বাঁকুড়া জেলার ওন্দা থানার কেশবপুরে। শনিবার সন্ধ্যা ৫টা ৩০ নাগাদ বর্ধমান শহরের বিসি রোড রেণুকা মার্কেটের একটি লটারি দোকানে টিকিটি ভাঙাতে আসে সাকিরুল।

টিকিট দেখে সন্দেহ হয় দোকানের কর্মচারী অভিষেক দাসের। টিকিটটিকে ভালো ভাবে পর্যবেক্ষণের পর দেখা যায় টিকিটটি পুরস্কার পাওয়া টিকিটের কালার জেরক্স। এর পরেই সাকিরুলকে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ সাকিরুলকে গ্রেপ্তার করেছে। বেশ কিছুদিন ধরে শহরে জাল টিকিটের রমরমায় একধিকবার সর্বশ্রান্ত হয়েছেন অনেক লটারি ব্যবসায়ী। অভিযোগও জমা পড়েছে প্রচুর। তাই সাকিরুলকে জেরা করে চক্রের অন্যান্যদের ধরা গেলে জাল টিকিটের রমরমা অনেকটায় কমবে বলে আশাবাদি লটারি ব্যবসায়ীরা। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে এই জালচক্র চালানো হত বলে জেরায় স্বীকার করেছে সাকিরুল। চক্রের মূল পান্ডার হদিশ পেতে এবং জড়িত অন্যান্যদের যাতে ধরা যায় সেজন্য ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বর্ধমান আদালতে তোলা হয় ধৃতকে।

Like Us On Facebook