পানাগড় বাজারে মোটর সাইকেল চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ভরত সিং নামের ওই ব্যক্তিকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ভরত সিংকে বৃহস্পতিবার সন্ধ্যায় পানাগড় বাজারের স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়। গত ২১ তারিখে পানাগড় বাজারের বাস স্ট্যান্ড থেকে বিদ্যুৎ সিংহ রায় নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরি যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মোটর সাইকেল না পেয়ে বিদ্যুৎবাবু গত ২৩ তারিখে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যুৎবাবু পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা। কর্মসূত্রে তিনি পানাগড় বাজারে বসবাস করেন বলে জানা গেছে।
Like Us On Facebook