গোটা দেশের সঙ্গে বর্ধমানেও পালিত হল মহরম। ঢাল ও তাজিয়া নিয়ে একাধিক শোভাযাত্রা শহর বর্ধমান প্রদক্ষিণ করে পৌঁছায় কারবালার প্রান্তরে। বর্ধমানের ঐতিহাসিক কালাপাহাড়, লালপাহাড়ি ঢাল সহ একাধিক মহরম কমিটির ঢাল, তাজিয়া ও শোভাযাত্রা দেখতে শহর বর্ধমানে ভিড় জমান দূর দূরান্তের বহু পর্যটক। ঢাল, তাজিয়া ও শোভাযাত্রা দেখতে ভিড় জমান শহর বর্ধমানেরও সর্বধর্মের মানুষজন।

বিগত কয়েক বছর ধরেই বর্ধমানের মহরম রাজ্য ছাড়িয়ে দেশের মধ্যে একটা অন্যতম জায়গা করে নিয়েছে। এর মধ্যে আরও অনন্যমাত্রা যোগ করেছে জেলাপ্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও কেন্দ্রীয় মহরম কমিটির তরফে দেওয়া সেরার পুরস্কার। সেরা মহরম কমিটি বেশ কয়েকটি বিভাগে বেছে নেওয়া হয়। ফলে মহরম কমিটিগুলির শোভাযাত্রায় ঐতিহাসিক মহরমের বার্তাসহ সামাজিক ও সৌভ্রাতৃমূলক নানান প্রচারও পরিলক্ষিত হয়। অন্যদিকে, ঐতিহাসিক মহরমকে কেন্দ্র করে যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শহরজুড়ে মোতায়েন করা হয় প্রচুর পুলিশবাহিনী ও র‍্যাফ।

Like Us On Facebook