গত আট বছরে রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের ট্যাবলো নিয়ে সোমবার বিকেলে দুর্গাপুরের স্টিল টাউনশিপের ভগৎ সিং মোড় থেকে সিটি সেন্টারের এডিডিএ কার্যালয় পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রচার মিছিল করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা।

এদিন মমতাজ সংঘমিতার সঙ্গে মিছিলে পা মেলান পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি, দুর্গাপুর পুরসভার প্রায় সমস্ত কাউন্সিলররা ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। মিছিলে বিজেপি হঠাও দেশ বাঁচাও শ্লোগানের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাজ সংঘমিতাকে পুনঃনির্বাচিত করার আবেদন রাখা হয় স্থানীয় মানুষের কাছে।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতাজ সংঘমিতা বলেন, ‘গত পাঁচ বছরে নিজের সাংসদ তহবিলের টাকায় রাস্তা ঘাট সহ বর্ধমান মেডিক্যাল কলেজ ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুটি এসি অ্যাম্বুলেন্স প্রদান করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় মানুষের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি।’ মমতাজ সংঘমিতার দাবি, বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে এলাকার মানুষ উন্নয়ন দেখেই তাঁকে ফের নির্বাচিত করবেন।




Like Us On Facebook