মহালয়ার দিন তর্পণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আসানসোলে। মঙ্গলবার দুপুরে আসানসোল কোর্টের সিনিয়ার অ্যাডভোকেট ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক তর্পণ করতে যান আসানসোলের হীরাপুরে দামোদরের ঘাটে। তর্পণ করার সময় হঠাৎ অসীমবাবু পা হড়কে তলিয়ে যান দামোদরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের জওয়ানরা। ডুবুরিরা তল্লাশি শুরু করেন। এখনও পর্যন্ত কোন খোঁজ মেলেনি অসীমবাবুর। ঘটনায় পরিবারের লোকজন উদ্বিগ্ন।
Like Us On Facebook