মাইথনের সরকারি ট্যুরিস্ট লজ সহ সংলগ্ন এলাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দফতর। সেই কাজের হালহকিকৎ জানতে বুধবার মাইথনে আসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি ট্যুরিস্ট লজে গিয়ে সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
জানা গেছে, ট্যুরিস্ট লজের পাশে একটি পাঁচতলা ভবন তৈরি হচ্ছে। সেখানে নীচের তলায় কর্মী আবাসন এবং উপরের চারটি তলায় অতিথিদের জন্য ১৮টি সুসজ্জিত রূম তৈরি করা হবে। এই ভবনের পাশে ৬টি কটেজ তৈরি করা হবে। এছাড়া বর্তমান ট্যুরিস্ট লজটি ভেঙে সেখানে ২৪ রুমের একটি অত্যাধুনিক হোটেল গড়ে তোলা হবে। সেখানে অতিথিদের জন্য সুইমিং পুল, জিমন্যাসিয়াম, লাইব্রেরি, রেস্তোঁরা সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হবে। এছাড়াও ট্যুরিস্ট লজে ঢোকার রাস্তা সহ রাস্তার দুপাশে বাহারি আলো এবং গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হবে। পুরানো ট্যুরিস্ট লজটি চালু রেখেই প্রথম পর্যায়ের কাজ করা হবে। কটেজগুলি এবং তার পাশের পাঁচ তলা ভবন তৈরি হয়ে গেলে সেগুলিকে চালু করে তারপর দ্বতীয় পর্যায়ের কাজ শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে পুরানো ট্যুরিস্ট লজটি ভেঙে সেখানে অত্যাধুনিক হোটেল তৈরি করা হবে।
উইকএন্ড সহ ছুটির দিনগুলিতে মাইথনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে ভীড় জমান। বিশেষ করে শীতের মরসুমে মাইথনে পর্যটকদের ব্যাপক ভীড় হয়। মাইথনে আসা পর্যটকদের কাছে ড্যামে নৌকাবিহার খুবই প্রিয়। পর্যটকরা নৌকায় চেপে দ্বীপগুলিতে বেড়াতে যান। এবার পুজোর সময় থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হাউসবোট পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে কলকাতা, চন্দননগর, গজলডোবা ও মুকুটমণিপুরে এই পরিষেবা শুরু করা হবে বলে জানা গেছে। পরবর্তী পর্যায়ে মাইথন ড্যামেও এই পরিষেবা চালু করার সম্ভাবনা খতিয়ে দেখছে পর্যটন দফতর।