আউশগ্রামের বিল্বগ্রামে তৃণমূল নেতা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় খুনে ধৃত মূল অভিযুক্ত জয়দেব মণ্ডল। শুক্রবার রাতে গুসকরা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে তুললে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য। ১৩ জুন সন্ধ্যায় দলীয় পার্টি অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে বনপাশ রেল গেটের কাছে একটি চায়ের দোকানে বসে থাকার সময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। পরে লাঠি, রড, টাঙ্গি দিয়ে তাঁর মাথায় কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গভীর রাতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার পিজিতে স্থানান্তরিত করা হয়। কলকাতা যাওয়ার পথেই ডানকুনি এলাকায় মারা যান তিনি। এই ঘটনায় পরের দিন আউশগ্রাম থানায় উজ্জ্বল ব্যানার্জীর ভাই সজল ব্যানার্জী জয়দেব মণ্ডল সহ ১৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গুসকরায় এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জয়দেব মণ্ডলকে। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন জয়দেববাবু। তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তাঁকে গ্রেফতার করে।