শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে পানাগড় বাজার যুবা সঙ্ঘ ক্লাবের পক্ষ থেকে মহাকলস যাত্রা অনুষ্ঠিত হল আজ, সোমবার। এদিন প্রায় এক হাজারেরও বেশী মহিলা কলস নিয়ে পানাগড়ের বড়ক্যানেল থেকে জল নিয়ে পায়ে হেঁটে পানাগড়ের গুরুদ্বার সংলগ্ন ত্রিমূর্তি মন্দিরে জল ঢালেন।
প্রতি বছরের মতো সারা দিন ধরে মহা ধুমধামে পুজো হয় এখানে। স্থানীয় বাসিন্দারা বলেন, পানাগড়ের অধিকাংশ বাসিন্দা পেশায় ব্যবসায়ী, যার কারণে পানাগড়ের বাইরে তাঁদের যাওয়া হয় না। তাই মহিলারাই উদ্যোগ নিয়ে গত কয়েক বছর আগে এই প্রথা চালু করেন। তাতে এগিয়ে আসেন যুবা সংঘের সদস্যরাও। সেই থেকে মহা ধুমধামে শিবের পুজো ও কলসযাত্রা পালিত হয়ে আসছে।
Like Us On Facebook