শুক্রবার বর্ধমান জেলখানা মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিলেন প্রক্তান মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমি আছি। তবে সামনের সারিতে থাকা বা না থাকা নয়, যুদ্ধের একটা নীতি আছে। সবাই যুদ্ধ করেন না সমানভাবে।’ এরই পাশাপাশি এদিন তিনি নাম না করেই বিজেপির উত্থানকে আটকাতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশও দেন পুরনো ঢঙেই। মদনবাবু বলেন, ‘এখন এই দেশে হঠাত কিছু হিন্দু ঢুকে পড়েছে। তারা লাফালাফি করছে। তাদের আটকাতে আপনারা পুরনো দিনের একটি গান তাদের সামনে বাজিয়ে দেবেন – রামকো বদনাম না করো।’ তিনি বলেন, ‘ভারতবর্ষের সংস্কৃতিতে হিন্দু – মুসলমান এক। সোমবার রথের দড়িতে টান দেবার পাশাপাশি মুসলিম ভাইরাও পবিত্র ঈদ উৎসবে রাস্তায় নামবেন। এটা মনে রাখবেন।’ এদিন তিনি নাম না করেই বিজেপিকে আটকাতে আরও একটি গানের লাইন উল্লেখ করে বলেন – হাল ছেড়োনা বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। তিনি বলেন, সমগ্র তৃণমূল দলকে যে জেলা ঢেলে অনেক কিছু দিয়েছে তার মধ্যে প্রথম এই বর্ধমান জেলা। একদা রাজ্যের মন্ত্রী তথা প্রভাবশালী তৃণমূল নেতা মদন মিত্র পুরনো ঢঙেই ফের জানিয়ে যান, বর্ধমান যখন ডাকবে তখনই তিনি আসবেন।
Like Us On Facebook