শুক্রবার বুদবুদে বাড়ির উঠোনে বাজ পড়ে মৃত্যু হয় সোমনাথ গাঙ্গুলি ও হীরালালজি রাঠির। হীরালাল পানাগড় সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কর্মী। আর ২৬ মার্চ বায়ু সেনায় চাকরিতে যোগদানের কথা ছিল সোমনাথের। কিন্তু সোমনাথের সেই স্বপ্ন আর পূরণ হল না। বাড়ির উঠোনে নারকেল গাছে বাজপড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমনাথ মারা যায়। সেই দুঃসংবাদ বেনারসে সোমনাথের প্রেমিকা স্নেহা মুখার্জীর কানে পৌঁছতেই শোক সহ্য করতে না পেরে স্নেহা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
জানা গেছে, স্নেহা মুখার্জী ও সোমনাথ গাঙ্গুলি রাজবাঁধের একটি বেসরকারি কলেজ থেকে পড়াশোনার পর সোমনাথ বায়ু সেনায় চাকরি পায়।আর গলসির বাসিন্দা স্নেহা স্নাতক স্তরে পড়াশোনার জন্য পড়তে যায় বেনারসের আর্য মহিলা পিজি কলেজে। জানা গেছে, স্নেহা বেনারসের সিগরা থানার অন্তর্গত রমাকান্ত নগর কলোনিতে একটি বেসরকারি হোস্টেলে থাকত। কিন্তু সোমনাথের মৃত্যুর খবর শোনার পর থেকেই শোকে ভেঙে পড়ে বলে জানা গেছে। তারপর স্নেহা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। উত্তরপ্রদেশ পুলিশ খবর দেয় স্নেহার পরিবারকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।