সুশান্ত আজনিকর ও অপূর্ব শর্মা যাত্রাপথে বর্ধমানে পৌঁছে জানান “আমাদের ১৬০০০ কিমি যাত্রা পথে দেশের বিভিন্ন প্রান্তে রাস্তার কুকুরদের বিস্কুট খাওয়াব এবং দেশী কুকুরদের ভালোবাসতে স্থানীয় মানুষদের সচেতন করবো। দেশজুড়ে রাস্তার কুকুরদের উপর আত্যাচার বেড়েই চলেছে, রাস্তার কুকুরদেরও অধিকার আছে একটু ভালোভাবে বাঁচার-এই বার্তা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই”।
সুশান্ত ও অপূর্ব ১ সেপ্টেম্বর ব্যাঙ্গালোর থেকে তাদের যাত্রা শুরু করে। যাত্রা পথে তাদেরকে বর্ধমানের উল্লাসের নিকট রাস্তার কুকুরদের বিস্কুট খাওয়াতে দেখা যায়। ৩১ বছরের সুশান্তর পেশা Web Designing, ২৭ বছরের অপূর্বর পেশা Marketing। সুশান্ত নিজের বাড়িতে ৩টি রাস্তার কুকুর এনে রেখেছেন।
তারা তাদের যাত্রাপথের অভিজ্ঞতা নিয়মিত ভাবে Facebook Page-এ share করছেন। তাদের Facebook Page Address: http://facebook.com/pawsofindia