ট্রেনে যাত্রীদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল অন্ডাল জিআরপি থানা। ট্রেনের বিভিন্ন জায়গায় মোবাইল হারিয়ে মোবাইলের মালিকরা রেলের বিভিন্ন স্থানের জিআরপি থানায় মোবাইল হারানোর বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে অন্ডাল জিআরপি থানার ওসি ও অন্য অফিসাররা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ টি মোবাইল উদ্ধার করেন।
মোবাইলের আইএমইআই নম্বর ধরে ও অভিযোগের ভিত্তিতে সেই সব মোবাইলের মালিকদের মঙ্গলবার অন্ডাল জিআরপি থানায় ডেকে তাঁদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেন অন্ডাল জিআরপি থানার ওসি সুজন ঘোষ। হারিয়ে যাওয়া সাধের মোবাইল হাতে পেয়ে খুশি মোবাইলের মালিকরা। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা নাজিমা বিবি জানান, ২১ মার্চ পাণ্ডবেশ্বর-অন্ডাল ট্রেনের মধ্যে তাঁর মোবাইল হারিয়ে যায়। সেইমতো তিনি জিআরপি থানায় অভিযোগও করেন। মঙ্গলবার অন্ডাল জিআরপি থানা থেকে তাঁর মোবাইল পাওয়া গেছে বলে খবর দেওয়া হয়। এবং তিনি অন্ডালে এসে তাঁর মোবাইল হাতে পেয়ে অন্ডাল জিআরপির থানার পুলিশের প্রশংসা করেন। অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধারের জন্য অন্ডাল জিআরপি থানার ওসি সুজন ঘোষ তাঁর টিমকে ধন্যবাদ দেন। তিনি জানান, এই মোবাইলগুলি উদ্ধারে তাঁর টিম যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং আগামী দিনে একইভাবে কাজ করবে।