চুরির অভিযোগ সহ্য করতে না পেরে আত্মঘাতী প্রাণেশ বাউরি নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরে। প্রাণেশ আত্মঘাতী হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, প্রাণেশ বাউরি রূপনারায়ণপুরের বাসিন্দা। গত তিন মাস ধরে স্থানীয় একটি লজে কাজ করত। কিন্তু তিন মাস ধরে কোন বেতন না পেয়ে সে লজ মালিকের কাছে বেতনের দাবি করায় লজ মালিক তাঁর বিরুদ্ধে টিভি চুরির অভিযোগ আনে। লজ মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে প্রাণেশের বাড়িতে যায়। কিন্তু প্রাণেশ বাড়ির ভিতর থেকে দরজা বন্ধ রাখে। পুলিশ দরজায় কড়া নাড়ে কিন্তু প্রাণেশ বাড়ি থেকে বের হয় নি। পুলিশ চলে যাওয়ার পর প্রাণেশ অপমানিত বোধ করে নিজের রুমে গিয়ে গলায় শাড়ীর ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ২ টো নাগাদ বাড়ির লোকজন প্রাণেশের রুমে কড়া নেড়ে কোন সাড়া না মেলায় তাঁদের সন্দেহ জাগে। এরপর তাঁরা জানালা দিয়ে দেখতে পান প্রাণেশ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।

শুক্রবার সকালে প্রাণেশের আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা রূপনারায়ণপুর ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি অবিলম্বে লজ মালিক বিশ্বনাথ রুজকে গ্রেফতার করতে হবে। এছাড়াও এই আত্মহত্যার পিছনে অন্যান্য যারা রয়েছে তাদেরও শাস্তির দাবি জানান। প্রাণেশের বাবা এই মর্মে রূপনারায়ণপুর ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাণেশের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় আসানসোল হাসপাতালে। পুলিশ লজে হানা দিয়ে অভিযুক্ত লজ মালিককে খুঁজে পায় নি। পুলিশ লজ মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। অপরদিকে পুলিশ লজ মালিকের অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook