আউশগ্রামে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার আউসগ্রামের পিচকুড়ি গ্রামে যান তিনি। গত রবিবার সন্ধ্যায় পিচকুড়ি গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় বোমা বিস্ফোরণে ধুলিস্মাৎ হয়ে যায়। বিভিন্ন সূত্রের খবর, এই ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন বেশ কয়েকজন। ঘটনা ঘটার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান উতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়ে তাদের দলীয় কার্যালয় ভেঙ্গে দেয়। সিপিএমের অভিযোগ, তৃণমূল পার্টি অফিসের ভিতর বোম মজুত ছিল। সেই বোম ফেটে পার্টি অফিস ধ্বংস হয়েছে। একই দাবি বিজেপিরও। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় এখনও আহত বা নিহত হওয়ার ঘটনা স্বীকার করা হয়নি। পুলিশের পক্ষ থেকেও জানান হয়েছে, এই ঘটনায় কোনও মৃত বা জখম ব্যক্তি পাওয়া যায়নি।
মঙ্গলবার বিজেপির রাজ্য প্রতিনিধিদল পিচকুড়ি গ্রামে যান। দলের নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসু। লকেট চট্টোপাধ্যায় ঘটনাস্থল ঘুরে দেখে জানান, এই জায়গায় দলীয় কার্যালয়ের আড়ালে তৃণমূল জিহাদি কার্যকলাপ চালাত। বাইরের জঙ্গিগোষ্ঠীর সাথেও এদের যোগ থাকতে পারে। কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে যাতে পরিদর্শন করতে আসে সেই আবেদন করা হবে। এই ঘটনায় রাজ্য সিআইডি যাতে তথ্য লোপাট না করতে পারে তার আগেই এনআইএ তদন্ত শুরু হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সায়ন্তন বসু জানিয়েছেন, পাঁচের বেশি ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রামের যারা নিখোঁজ তাঁদের তালিকা চব্বিশ ঘন্টার মধ্যে প্রকাশ করা হোক।